ভবিষ্যাত পরিকল্মপনা

  • ১। নিরাপদ খাদ্য ও পানি সরবরাহ নিশ্চিত করা।
  • ২। শিশুশ্রম পরিহার করে প্রতিটি বেকার নাগরিকের নিরাপদ কর্মক্ষেত্র তৈরী করে দারিদ্র দূরীকরনে কাজ করা।
  • ৩। বিশেষায়িত স্কুল, সাধারণ ও কারিগরি প্রশিক্ষণ স্কুল ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে নিরক্ষরমুক্ত সমাজ গড়ে তোলা।
  • ৪। বাল্যবিবাহ ও যৌতুকপ্রথা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
  • ৫। বৃক্ষরোপন ও সামাজিক বনায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখা।
  • ৬। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় দূর্ঘটনা কবলিত এলাকায় সাহায্য করা।
  • ৭। তৃতীয় লিঙ্গদের স্বনির্ভর করতে সহযোগিতা করা।
  • ৮। শারিরীকভাবে অক্ষম, প্রতিবন্ধি, মানসিক বা শারিরীকভাবে সুবিধাবঞ্চিতদের নিরাপত্তা, খাদ্য প্রদান, প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • ৯। আদিবাসী, গারো, চাকমা, মারমা, ত্রিপুরা ও অন্যান্য উপজাতি সম্প্রদায়সহ তাদের ন্যুনতম মৌলিক চাহিদার সু-ব্যবস্থা করা।

Korobi Foundation © 2024. All rights reserved.